জ্ঞানীর উপলব্ধি



কম্পউটারে যখন আমরা কোন কাজ সম্পাদনের জন্য মাউস ক্লিক করি তখন সাথে সাথেই কম্পউটারের অভ্যন্তরস্ত যন্ত্রগুলো সক্রিয় হয়ে জটিল গানিতিক প্রক্রিয়ায় হাজার হাজার ডাটা প্রসেস করে আপনার সামনের মনিটরে বা অন্য আউটপুট মাধ্যমে তার ফলাফল দিয়ে দেয় অবিশ্বাস্য দ্রুত গতিতে ।বাহ্যিক দৃষ্টিতে কাজেটাকে অতি সাধারণ মনে হলও আসলে কিন্তু তা নয় । জ্ঞানীরা এখানে কম্পউটারের প্রতিটি যন্ত্রাংশের জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রস্তুত এবং সেগুলোর অবিম্বাস্য কর্মদক্ষতার কথা উপলব্ধি করতে পেরে এর আবিষ্কারক,নির্মাতা বিজ্ঞানীদের প্রশংসা করেন ও ধন্যবাদ দিয়ে থাকেন। অপর দিকে নির্বোধেরা কম্পউটারকে বাজার থেকে কিনে আনা এক সাধারন যন্ত্র ছাড়া আর কিছু মনে করতে পারে না তবে এটাকে তারা নিজে নিজে সৃস্টবস্তু বলেও মনে করে না ! কিন্তু প্রকৃতিতে অসংখ্য বস্ত বা প্রানী যাদের আভ্যন্তরীন গঠন ও কর্ম পদ্ধতি কল্পনাতীতভাবে উন্নত জটিল জৈব-যান্ত্রিক প্রক্রিয়াগুলি কোন অতি উন্নতমানের বৈজ্ঞানিক সত্বা দ্বারা সৃস্ট না হয়ে আপনা আপনি সৃস্টি হয়েছে এরকম ধারনা করাটা কতটুকু যুক্তিসঙ্গত? নির্বোধ যুক্তিহীন তথাকথিত মুক্তচিন্তার অধিকারীরা জবাব দিবে কি???

No comments: