প্রথমে আসা যাক ধর্ম নিয়ে সমালোচনা-কোন হিন্দুকে খ্রীষ্টান/বৌদ্ধ ধর্ম সম্পর্কে বা কোন খ্রীষ্টানকে হিন্দু/বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিংবা কোন বৌদ্ধকে খ্রীষ্টান/হিন্দু ধর্ম সম্পর্কে সমালোচনা করা , কটাক্ষ করা বা তাদের ধর্মের প্রবক্তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুনেছেন কেউ ?? সালোচনা ও কটাক্ষ করার পর সেটাকে মুক্ত চিন্তা বলে সস্তা চালাকি করার প্রয়াসও পান না। তাহলে একমাত্র ইসলাম ধর্ম সম্পর্কে ব্যতিক্রম কেন ?? উল্লিখিত অন্য তিন প্রধান ধর্মের অনেকে এমনকি তাদের অনুকরনে কিছু কুলাঙ্গার মুসলমান ও ইসলাম ধর্মকে ফ্রি ষ্টাইলে কটাক্ষ করা,সমালোচনা করা এবং এর প্রবক্তা মহনবী হযরত মুহম্মদ (স:) সম্পর্কে কটুক্তি করা ইত্যাদি অত্যন্ত নির্লজ্যভাবে ও সাবলীল ভাবে করে চলেছে । এতসব নির্লজ্য অপকর্ম করে তাকে আবার বলা হচ্ছে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতা !! এগুলো কেন করা হয় তা ভেবে দেখার প্রয়োজনীয়তাটাই হল সত্য উন্মোচন। আর তা করে আমাদের চিন্তাধারাকে পাশ্চাত্য শয়তানী শক্তির দাসত্বমূলক চিন্তাধারা থেকে মুক্তি পেতে হবে। সাহস থাকলে কউ একজন উত্তর দিতে পারে।
No comments:
Post a Comment